খেলাধুলা

আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনার পদক জয়ী দিব্যাংশ ও এলাভেনিল

আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনার পদক জয়ী দিব্যাংশ ও এলাভেনিল
Key Highlights

দিল্লিতে আয়োজিত বিশ্বকাপে সোমবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনার পদক এনে দিলেন দিব্যাংশ ও এলাভেনিল। বিশ্বকাপে আয়োজক দেশের এটা নিয়ে চতুর্থ স্বর্ণপদক। গতকাল রবিবার টুর্নামেন্টে ভারতীয় পিস্তল শ্যুটাররা দারুণ পারফর্ম করেছেন। সেই ধারা অব্যাহত রেখে আজ সোনা জিতলেন দিব্যাংশ ও এলাভেনিল। ইস্তাভান পেনি ও এসজার ডেনেসের হাঙ্গেরির দলকে ১৬-১০ হারিয়ে ভারতীয় জুটি সোনার জেতে। আমেরিকার লুকাস কোজনিয়েস্কি ও ম্যারি ক্যারোলিন তৃতীয় হয়েছেন। পোল্যান্ডের জুটিকে সামান্য ব্যবধানে হারান তাঁরা।