ISRO | পঞ্চম চন্দ্র মিশনের পরিকল্পনা ইসরোর, হাত মেলাবে জাপানি সংস্থা JAXA
ইসরোর সঙ্গে মিলে চন্দ্র মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে জাপানি সংস্থা JAXA।
ইসরোর সঙ্গে মিলে চন্দ্র মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে জাপানি সংস্থা JAXA। এই যৌথ মিশনের সাহায্যে, ভারত এমন একটি লক্ষ্য অর্জনের দিকে পদক্ষেপ নেবে যার স্বপ্ন রাশিয়া এবং চিন দেখেছিল। এই অভিযানকে লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স বলা হচ্ছে। এর উদ্দেশ্য হল চাঁদের জল এবং অন্যান্য সম্পদ আবিষ্কার করা এবং সেখানে একটি মানব মিশনের ভিত্তি স্থাপন করা। জাতীয় মহাকাশ কমিশন এখন চন্দ্রযান৪র পর ইসরোর পঞ্চম চন্দ্র অভিযানের অনুমোদন দিয়েছে।
- Related topics -
- বিজ্ঞান
- বিজ্ঞান ও প্রযুক্তি
- ইসরো
- অন্যান্য