বিজ্ঞান ও প্রযুক্তি

ISRO | বিশ্বের চতুর্থ দেশ হিসাবে মহাকাশে ডকিং করবে ভারত! স্পেডেক্স লঞ্চ করতে চলেছে ইসরো

ISRO | বিশ্বের চতুর্থ দেশ হিসাবে মহাকাশে ডকিং করবে ভারত! স্পেডেক্স লঞ্চ করতে চলেছে ইসরো
Key Highlights

আগামী ৩০ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রাত ৯টা ৫৮ মিনিটে লঞ্চ করা হবে নতুন মহাকাশ মিশন স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডেক্স।

ফের নয়া মাইলফলক তৈরী করতে চলেছে ইসরো। আগামী ৩০ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রাত ৯টা ৫৮ মিনিটে লঞ্চ করা হবে নতুন মহাকাশ মিশন স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডেক্স। দুটি মহাকাশযানের নাম হল চেজার (SDX01) এবং টার্গেট (SDX02) প্রতিটির ওজন ২২০ কিলোগ্রাম করে। এই মিশন সফল হলে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারত ডকিং করতে সফল হবে। উল্লেখ্য, দুটি মহাকাশযানের মধ্যে ডকিং সম্পন্ন হলে এবং তবেই মহাকাশচারীরা নিরাপদে স্পেস স্টেশনের চাপযুক্ত কেবিনে প্রবেশ করতে পারেন।