ISRO | জোরকদমে শুরু মহাকাশযাত্রার প্রস্তুতি, গগনযানের ইঞ্জিনের সফল পরীক্ষা করল ISRO!

Sunday, July 13 2025, 3:56 am
highlightKey Highlights

শনিবার ইসরোর তরফে জানানো হয়েছে, গগনযান মিশনের জন্য তৈরি সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেম (SMPS) তার যোগ্যতা পরীক্ষায় পাশ করেছে।


ভারতের প্রথম মানব মহাকাশযান মিশন 'গগনযান' মিশনের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শনিবার ইসরোর তরফে জানানো হয়েছে, গগনযান মিশনের জন্য তৈরি সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেম (SMPS) তার যোগ্যতা পরীক্ষায় পাশ করেছে। শুক্রবার ইসরোর তরফে জানানো হয়েছে ‘ফ্লাইট অফ নমিনাল মিশন প্রোফাইলের’ উদ্দেশে এই পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় ফুল মার্কস পেয়েছে ইঞ্জিনটি। মিশন সফল হলে আমেরিকা, রাশিয়া ও চিনের পর মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠবে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File