Shukrayaan | চন্দ্রযান, সূর্যযানের পর এবার পাড়ি দেবে শুক্রযান! শুক্র গ্রহের মিশনের জন্য সরকারি অনুমোদন পেলো ISRO
ইসরো ডিরেক্টর নীলেশ দেশাই জানিয়েছেন, শুক্রের চারদিকে ঘুরতে পারবে এমন উপগ্রহ প্রকল্প, শুক্রযানের অনুমোদন করেছে সরকার।
এবার শুক্র গ্রহে পাড়ি দেবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো! ইতিমধ্যেই এই মিশনের জন্য অনুমোদন মিলেছে সরকারের তরফ থেকে। ইসরো ডিরেক্টর নীলেশ দেশাই জানিয়েছেন, শুক্রের চারদিকে ঘুরতে পারবে এমন উপগ্রহ প্রকল্প, শুক্রযানের অনুমোদন করেছে সরকার। এই উপগ্রহ ২০২৮ সালে লঞ্চ করা হবে। যদিও তার আগে চন্দ্রযান ৪ মিশনও রয়েছে ইসরোর। এক্ষেত্রে চন্দ্রযানটি চাঁদের মাটিতে নেমে চাঁদের মাটি ও পাথরের নমুনা নিয়ে আসবে। এছাড়াও ইনস্যাট ৪ সিরিজের ব্যাপারেও কথাবার্তা চলছে বলে খবর।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- ইসরো
- মহাকাশ
- মহাকাশযান