Israel Iran War | ইরানের তেলভাণ্ডারে আক্রমণ, ইজরায়েলকে হুঁশিয়ারি ইরান সুপ্রিমো 'খামেনেই'য়ের

ইরানের তেহরানের উত্তর-পূর্বে তেল ভাণ্ডার ও শোধনাগার লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি সেনা।
ইরান ইজরায়েলের সংঘাত প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ক্রমশ হামলার আঁচ পড়ছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও। বুধবার ভোররাতে ইজরায়েলের তেল আভিভে প্রায় ১০টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। হামলার পাল্টা প্রত্যাঘাতে তেহরানের উত্তর পূর্বে তেল ভাণ্ডার ও শোধনাগার লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েলি সেনা। হামলা চালানো হয় সামরিক ও পারমাণবিক ঘাঁটিগুলিতেও। ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই এক্স হ্যান্ডলে এক বার্তায় বলেছেন, ইজরায়েলকে কড়া জবাব দিতে হবে। কোনওরকম দয়া দেখানো হবে না।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- ড্রোন হামলা
- বিমান হামলা