Israel | ফের জঙ্গি হামলার ইজরায়েলে, জঙ্গিদের গুলিতে মৃত ৬, আহত অন্তত ১৫!
Monday, September 8 2025, 6:04 pm

রক্তাক্ত হল রাজধানী জেরুজালেম। জঙ্গিদের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের।
ভয়াবহ জঙ্গি হামলা ইজরায়েলে। জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ পূর্ব জেরুজালেমের ইগাল ইয়াদিন স্ট্রিটের রামোট জংশনে একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই জঙ্গি। গুলিতে মৃত্যু হয় ৬ জনের। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন। জেরুজালেমের এই রাস্তাটি শহরের অন্যতম ব্যস্ত রাস্তা। পুলিশ আধিকারিকদের আশঙ্কা ইচ্ছাকৃতভাবেই জঙ্গিরা ওই জায়গাটি বেছে নিয়েছিল। ভয়াবহ এই হামলায় হামাসের হাত থাকতে পারে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- গুলি বর্ষণ
- মৃত্যু