আন্তর্জাতিক

Syria Conflict | সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ৪০০টি হামলা ইজরায়েলের! ধ্বংস হয়ে গিয়েছে দেশটির ৮০ শতাংশ অস্ত্রভাণ্ডার

Syria Conflict | সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ৪০০টি  হামলা ইজরায়েলের! ধ্বংস হয়ে গিয়েছে দেশটির ৮০ শতাংশ অস্ত্রভাণ্ডার
Key Highlights

সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ৪৮ ঘণ্টায় ৪০০টি হামলা চালিয়েছে ইজরায়েল!

সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ৪৮ ঘণ্টায় ৪০০টি হামলা চালিয়েছে ইজরায়েল! এই হামলার জেরে দেশটির ৮০ শতাংশ অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, সিরিয়ার ৮০ শতাংশ অস্ত্রভাণ্ডার ধ্বংংস করা হয়েছে। দামাস্কাস, হোমস, টারতুস, লাতাকিয়া ও পালমিরায়ের বিমানঘাঁটি, জেট বিধ্বংসী ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং অস্ত্র উৎপাদনের কেন্দ্রগুলোতে ৩৫০টি হামলা চালানো হয়েছে বলে খবর। নিশানা করা হয়েছিল নৌঘাঁটিগুলোতেও। সব মিলিয়ে ১৫টি যুদ্ধজাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে।