Ismail Haniyeh । গুপ্ত হামলায় মৃত্যু হামাস প্রধান ইসমায়েল হানিয়ের! হামলার নেপথ্যে কি ইজরায়েল?
Wednesday, July 31 2024, 6:10 am
Key Highlightsএক গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমায়েল হানিয়ের মৃত্যু। তাঁকে তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এই জঙ্গি গোষ্ঠী।
এক গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমায়েল হানিয়ের মৃত্যু। তাঁকে তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এই জঙ্গি গোষ্ঠী। তেহরানে ইসমাইল হানিয়ের বাসভবনে হামলা চালানো হয় বলে খবর। সেই হামলায় মৃত্যু হয়েছে ইসমাইল ও তাঁর এক দেহরক্ষীর। মঙ্গলবার ইরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছিলেন হামাসের চাঁই ইসমাইল হানিয়ে। সে সময়ই তাঁকে হত্যা করা হয়। যদিও IRGC স্পষ্টভাবে জানায়নি ঠিক কী ভাবে হামলা চালানো হয়। হামাসের দাবি, ইজরায়েলই এই হামলা চালিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- হামলা
- জঙ্গি হামলা
- জঙ্গিগোষ্ঠী

