Terrorist | বাদুড়িয়ায় রমরমিয়ে চলছিল ইসলামিক জঙ্গি সংগঠনের কাজ! কলেজ ছাত্রীর বয়ানের জোরে কারাদন্ড ইদ্রিশের

Wednesday, January 21 2026, 1:55 pm
Terrorist | বাদুড়িয়ায় রমরমিয়ে চলছিল ইসলামিক জঙ্গি সংগঠনের কাজ! কলেজ ছাত্রীর বয়ানের জোরে কারাদন্ড ইদ্রিশের
highlightKey Highlights

ধৃত সঈদ মহম্মদ ইদ্রিশকে রাষ্ট্রদোহিতা মামলায় ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিল বিশেষ এনআইএ আদালত।


২০২০ সালে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে কলেজ পড়ুয়া তানিয়া পারভিননকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। অভিযোগ, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'লস্কর ই তইবা'র হয়ে কাজ করত সে। বাদুড়িয়ায় বসে সোশ্যাল মিডিয়া থেকে জঙ্গি নিয়োগ করতো সে। এরপর একে একে সৈয়দ মহম্মদ ইদ্রিশ ওরফে মুন্না এবং আয়েশা ওরফে আয়েশা সিদ্দিকিকে পাকড়াও করে পুলিশ। তানিয়ার বয়ানের ভিত্তিতে বুধবার ধৃত সঈদ মহম্মদ ইদ্রিশকে রাষ্ট্রদোহিতা মামলায় ১০ বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিল বিশেষ এনআইএ আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File