বাঙালির চিরন্তন ডার্বি, মুখোমুখি মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল
Friday, February 19 2021, 12:55 pm
Key Highlightsআর মাত্র কিছু মুহূর্তের অপেক্ষা, তারপর শুরু হতে চলেছে বাঙালির চিরন্তন ডার্বি ম্যাচ। ফতোরদার মাঠে মুখোমুখি নামতে চলছে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল। বহুদিন ধরে কথা হতো যে এই দুটি ফুটবল দল কলকাতার হয়েও এখানে কোনো বাঙ্গালি ফুটবলার নেই। অবশেষে এই ডার্বি ম্যাচে দুটি দল মিলিয়ে ১৪ জন বাঙালি ফুটবলার আছেন। এদেঁর মধ্যে অনেকেরই আগে ডার্বি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান

