খেলাধুলা

ISL | মিটিংয়ে মিলছে না সমাধান, ISL-এর ভবিষ্যৎ যে তিমিরে ছিল সেখানেই থাকল?

ISL | মিটিংয়ে মিলছে না সমাধান, ISL-এর ভবিষ্যৎ যে তিমিরে ছিল সেখানেই থাকল?
Key Highlights

ভারতীয় ফুটবলের অচলাবস্থার জন্য এ দিন FSDL সরাসরি কল্যাণ চৌবের দিকে আঙুল তোলে।

বুধবার ৩ ডিসেম্বর ভারতীয় ফুটবল নিয়ে অনিশ্চয়তা কাটাতে ISLএর স্টেকহোল্ডার, আইলিগের ক্লাব, ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে সহ অন্যান্য কর্তা এবং FSDL ও বাকি বিডারদের সঙ্গে আলোচনায় বসেছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। দীর্ঘ আলোচনার পরও সমাধানসূত্র বেরোয়নি। সূত্রের খবর, ভারতীয় ফুটবলের অচলাবস্থার জন্য এ দিন FSDL সরাসরি কল্যাণ চৌবের দিকে আঙুল তোলে। FSDL দাবি করে বিডে যে সমস্ত শর্ত দেওয়া ছিল, সেগুলি কারও পক্ষেই মানা সম্ভব নয়। কল্যানের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিনি যাবতীয় সিদ্ধান্ত নিয়েছেন।