ISL | বিড করল না FSDL-সহ কোনো সংস্থাই ! ফের অন্ধকারে ইন্ডিয়ান সুপার লীগের ভবিষ্যৎ

বিড করল না অন্য কোনও সংস্থাও। ফলে আইএসএল নিয়ে আঁধার এখনও কাটল না।
শুক্রবারও আইএসএল নিয়ে অনিশ্চয়তা কাটলো না। উল্লেখ্য, ৫ নভেম্বরের জায়গায় বিড পেপার জমা দেওয়ার ডেডলাইন দুদিন বাড়িয়েছিল ফেডারেশনের টেন্ডার কমিটি। কিন্তু ৭ নভেম্বর, শুক্রবারও আইএসএলে বিড করল না এফএসডিএল। বিড করল না অন্য কোনও সংস্থাও। উল্লেখ্য, বিডে অংশ নেওয়ার আগে ফেডারেশনের টেন্ডার কমিটির কাছে ২০০টির মতো প্রশ্নের লিস্ট পাঠিয়েছিল এফএসডিএল। বেশিরভাগ প্রশ্নকেই নস্যাৎ করে দিয়েছে আইএসএলের টেন্ডার কমিটি। কোনো সংস্থা বিড না করায় আইএসএল নিয়ে আঁধার এখনও কাটল না।
