Operation Sindoor | নেপাল সীমান্তে ঘাঁটি গেড়ে বসেছে ISI চর! জঙ্গিদের খোঁজে অ্যাকশনে গোয়েন্দাদপ্তর

Monday, May 12 2025, 4:47 pm
Operation Sindoor | নেপাল সীমান্তে ঘাঁটি গেড়ে বসেছে ISI চর! জঙ্গিদের খোঁজে অ্যাকশনে গোয়েন্দাদপ্তর
highlightKey Highlights

পহেলগাঁওয়ে হামলার পর নেপাল সীমান্তে আইএসআইয়ের ১২ ঘাঁটির হদিশ পাওয়া গেলো।


 অপারেশন সিঁদুরের পর ISI আধিকারিকদের কার্যকলাপ সম্পর্কে জানার চেষ্টা করছিলেন ভারতীয় গোয়েন্দারা। এদিকে খোদ নেপাল সীমান্তেই আইএসআইয়ের ১২টি ঘাঁটির হদিশ পেলো গোয়েন্দারা। গোয়েন্দাদের কাছে খবর বিহার, ঝাড়খণ্ড, অসম, মেঘালয় ও উত্তরবঙ্গ-সহ রাজ্যের কয়েকটি জেলায় আইএসআইয়ের এজেন্ট রয়েছেন। নেপাল সীমান্তের কাছেই আছে উত্তরবঙ্গের 'চিকেনস নেক'। ফলে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ওই এলাকাকে। ইতিমধ্যেই কাজে নেমেছেন বিএসএফ, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এবং এসএসবি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File