আইএসআই প্রধানের তদারকিতে পাহাড়ে যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত পাক বাহিনীই পঞ্জশির কব্জা করল
Monday, September 6 2021, 3:28 pm
Key Highlights
পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদ ফায়েজ গত রবিবার সকালে বলেছিলেন, ‘‘আর মাত্র কিছুক্ষণ। তার পর সব ঠিক হয়ে যাবে।’’ তারপর ওইদিন রাতের মধ্যেই প্রকাশ্যে এল পঞ্জশির উপত্যকার বিস্তীর্ণ এলাকায় তালিবানদের দখলদারির খবর। জানা যাচ্ছে আইএসআই-এর প্রধানের প্রত্যক্ষ তদারকিতেই পাহাড়ে যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত কয়েক হাজার পাক সেনা পঞ্জশিরের প্রতিরোধ গুঁড়িয়ে দিতে পেরেছে। দীর্ঘ দিন ধরে তুষারাবৃত উঁচু পাহাড়ে প্রতিকূল পরিবেশে টিকে থেকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় পাক সেনার এসএসজি কমান্ডো বাহিনীকে।
- Related topics -
- আন্তর্জাতিক প্রতিরক্ষা
- আইএসআই
- পঞ্জশির
- পাক-সেনা
- তালিবান