Isha Ambani | টাটাকে টক্কর দেবেন ইশা আম্বানি, বিলাসবহুল জুয়েলারি সেগমেন্ট চালু করতে চলেছে রিলায়েন্স
Thursday, September 5 2024, 10:14 am
Key Highlightsমুকেশ কন্যার হাত ধরে এবার জামাকাপড়ের পাশাপাশি গহনার জগতেও পা রাখতে চলেছে রিলায়েন্স।
টাটাকে টক্কর দিতে নয়া সংস্থা মার্কেটে আনতে চলেছেন ইশা আম্বানি। মুকেশ কন্যার হাত ধরে এবার জামাকাপড়ের পাশাপাশি গহনার জগতেও পা রাখতে চলেছে রিলায়েন্স। রিলায়েন্স জুয়েলস তো আছেই, পাশাপাশি রিলায়েন্স রিটেল শীঘ্রই বিলাসবহুল কিউরেটেড ডিজাইন ভিত্তিক ফরম্যাটের গহনা নিয়ে আসতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিলাসবহুল জুয়েলারি সেগমেন্ট চালু করতে চলেছে তারা। সেখানে ট্রাডিশনাল গহনার সঙ্গে কিউরেটেড বা নিজস্ব ডিজাইনের গহনা তৈরি করা যাবে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- টাটা
- টাটা গ্রূপ

