বিশ্বের সেরা মহিলা ধারাভাষ্যকারের শিরোপা পেলেন ফক্স ক্রিকেটের অন্যতম সঞ্চালিকা ইশা গুহ
Saturday, March 20 2021, 10:59 am
 Key Highlights
Key Highlightsপ্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ও ফক্স ক্রিকেটের অন্যতম সঞ্চালিকা ইশা গুহ বিশ্বের সেরা মহিলা ধারাভাষ্যকারের শিরোপা পেলেন। লাস্ট ওয়ার্ড অন স্পোর্টের বিচারে এই সম্মান পেলেন তিনি। ফক্স ক্রিকেটের মেল জোন্সও ছিলেন তালিকায়। তিনিও রীতিমতো পরিচিত ও লোকপ্রিয় ধারাভাষ্যকার। তবে তাকেও টপকে সেরার শিরোপা ইশারই। দুনিয়ার তাবড় পুরুষ ক্রিকেটারদের সঙ্গে এক মঞ্চে বহুবার তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। তাঁর ম্যাচ বিশ্লেষণের প্রশংসা করতে দেখা গেছে শেন ওয়ার্ন থেকে সৌরভ গাঙ্গুলিকে।
-  Related topics - 
- খেলাধুলা
- ক্রিকেট
- মহিলা ধারাভাষ্যকার
- ইশা গুহ

 
 