WB Weather | চলে যাচ্ছে শীত? রাজ্যে বাড়বে পুবালী হাওয়ার দাপট! বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রাও

Tuesday, January 21 2025, 2:35 pm
highlightKey Highlights

বাড়বে পুবালী হাওয়ার দাপট। আগামী দুদিন রাজ্যে কুয়াশার দাপট চলবে।


শীত যেন পালাই পালাই। আবহাওয়াবিদরা বলছেন, ৪৮ ঘণ্টার মধ্যে পাল্টি খাবে আবহাওয়া! IMDর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের আকারে উত্তর পাকিস্তান এবং নিম্ন ট্রপোস্ফিয়ারে সক্রিয় রয়েছে। পশ্চিম রাজস্থানে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর ফলে বাড়বে পুবালী হাওয়ার দাপট। আগামী দুদিন রাজ্যে কুয়াশার দাপট চলবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File