Risabh Pant । ফ্যান্সি হতে গিয়েই সমস্যা? ২৮ রানেই ইতি পন্থের ইনিংস
Saturday, December 28 2024, 3:12 am

জাডেজা পন্থ জুটি যে ভাবে ব্যাট করছিল, সহজেই সিঙ্গল ডাবল আসছিল। কিন্তু ফ্যান্সি হতে গিয়েই সমস্যা। ২৮ রানেই ইতি পন্থের ইনিংস।
চলছে বক্সিং ডে টেস্ট। জাডেজা পন্থ জুটি যে ভাবে ব্যাট করছিল, সহজেই সিঙ্গল ডাবল আসছিল। রান রেট ছিল ৪ এর আশে পাশে। টেস্ট ক্রিকেটে যা দুর্দান্ত। ম্যাচে ফ্যান্সি শট ট্রাই করেছিলেন ঋষভ পন্থ। তবে ব্যাটে বলে সংযোগ হলোনা। ২৮ রানেই প্যাভিলিয়নে ফিরতে হলো পন্থকে। ইতিমধ্যেই প্যাট কামিন্সকে লং অন বাউন্ডারিতে একটি ছয়ও মেরেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। লাগাতার ফ্যান্সি শট মারার মোহে ১উইকেট খুইয়েছেন পন্থ। ফলে চাপ বাড়ছে ভারতীয় শিবিরে।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ক্রিকেট
- ভারত বনাম অস্ট্রেলিয়া
- অস্ট্রেলিয়ান
- অস্ট্রেলিয়া
- অস্ট্রেলিয়া-ইন্ডিয়া
- অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ
- ঋষভ পন্থ