Elon Musk-Liverpool | লিভারপুল ক্লাব কিনছেন ইলন মাস্ক? ধনকুবেরের ইচ্ছার কথা জানালেন বাবা ইরল মাস্ক
লিভারপুল ক্লাব কিনতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক? এমনটাই জানা গিয়েছে মহাকাশ সংস্থা স্পেস এক্স ও ইলেকট্রনিক গাড়ির সংস্থা টেসলার প্রধান কর্মকতার বাবা ইরল মাস্কের থেকে।
লিভারপুল ক্লাব কিনতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক? এমনটাই জানা গিয়েছে মহাকাশ সংস্থা স্পেস এক্স ও ইলেকট্রনিক গাড়ির সংস্থা টেসলার প্রধান কর্মকতার বাবা ইরল মাস্কের থেকে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লিভারপুল কিনতে চাওয়ার ইচ্ছা দেখিয়েছে ইলন। তবে কিনছেই যে, তা এখনও নিশ্চিত নয়।’ এই জল্পনা সত্যি হলে আমূল পরিবর্তন আসতে পারে লিভারপুল ক্লাবের পরিকাঠামো এবং সমগ্র প্রিমিয়ার লিগের গঠনে। বর্তমানে লিভারপুলের মালিকানা আছে এফএসজি গ্রুপের কাছে। তবে তাঁদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এ ব্যাপারে।