পরিবহন

৩১শে ডিসেম্বর থেকে মিনিটে একসঙ্গে বুক করা যাবে ১০,০০০ টিকিট। ই-টিকেটিং সাইটের ফিচারও বাড়াবে রেল।

৩১শে ডিসেম্বর থেকে মিনিটে একসঙ্গে বুক করা যাবে ১০,০০০ টিকিট।  ই-টিকেটিং সাইটের ফিচারও বাড়াবে রেল।
Key Highlights

৩১শে ডিসেম্বর থেকে ট্রেনের বুকিং সুপারফাস্ট হবে। অনলাইনে টিকিট কাটতে কোনও সমস্যায় পড়তে হবে না যাত্রীদের। এখন মিনিটে ৭৫০০ টিকিট বুক হয়, এবার থেকে ১ মিনিটে এক সঙ্গে বুক করা যাবে ১০,০০০ টিকিট। বৃহস্পতিবার দুপুর ১২টায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল IRCTC-র নতুন ওয়েবসাইট চালু করবেন। রেল আধিকারিকরা জানিয়েছেন, IRCTC ওয়েবসাইট আপগ্রেড হয়ে গেলেই টিকিট বুকিংয়ের গতি বেড়ে যাবে। খাবারদাবার সমেত অন্যান্য সুযোগসুবিধেও পাওয়া যাবে এই ওয়েবসাইটে। ই-টিকেটিং সাইটের ফিচারও বাড়াবে রেল।