পরিবহন৩১শে ডিসেম্বর থেকে মিনিটে একসঙ্গে বুক করা যাবে ১০,০০০ টিকিট। ই-টিকেটিং সাইটের ফিচারও বাড়াবে রেল।
৩১শে ডিসেম্বর থেকে ট্রেনের বুকিং সুপারফাস্ট হবে। অনলাইনে টিকিট কাটতে কোনও সমস্যায় পড়তে হবে না যাত্রীদের। এখন মিনিটে ৭৫০০ টিকিট বুক হয়, এবার থেকে ১ মিনিটে এক সঙ্গে বুক করা যাবে ১০,০০০ টিকিট। বৃহস্পতিবার দুপুর ১২টায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল IRCTC-র নতুন ওয়েবসাইট চালু করবেন। রেল আধিকারিকরা জানিয়েছেন, IRCTC ওয়েবসাইট আপগ্রেড হয়ে গেলেই টিকিট বুকিংয়ের গতি বেড়ে যাবে। খাবারদাবার সমেত অন্যান্য সুযোগসুবিধেও পাওয়া যাবে এই ওয়েবসাইটে। ই-টিকেটিং সাইটের ফিচারও বাড়াবে রেল।