ভারতীয় রেল

IRCTC | কলকাতা থেকে উত্তরাখণ্ডের অসাধারণ ট্যুর প্যাকেজ আনলো IRCTC! থাকছে ভ্রমণ থাকা খাওয়া সব

IRCTC | কলকাতা থেকে উত্তরাখণ্ডের অসাধারণ ট্যুর প্যাকেজ আনলো IRCTC! থাকছে ভ্রমণ থাকা খাওয়া সব
Key Highlights

কলকাতা থেকে উত্তরাখণ্ডে বিভিন্ন পর্যটনস্থল ঘোরানোর ব্যবস্থা করছে ভারতীয় রেল।

এবার এবার শীতে উত্তরাখণ্ড ঘোরাবে IRCTC। কলকাতা থেকে উত্তরাখণ্ডে বিভিন্ন পর্যটনস্থল ঘোরানোর ব্যবস্থা করছে ভারতীয় রেল। আগামী ৩ ডিসেম্বর কলকাতা স্টেশন থেকে দেবভূমি উত্তরাখণ্ড যাত্রা শুরু হবে। ১০ রাত ১১ দিনের ট্যুর প্যাকেজে ঘোরানো হবে আলমোড়া, ভীমতাল, লোহাঘাট, চৌকোরি, নৈনিতাল ও টনকপুর, পূর্ণগিরি, শারদাঘাট, বালেশ্বর, মায়াবতী আশ্রম সহ একাধিক জায়গায়। থাকছে থ্রি টায়ার এসি কামরার থাকা খাওয়ার ব্যবস্থা। খরচ পড়বে মাথাপিছু  ৩০ হাজার ৯২৫ টাকা। ডিলাক্স প্যাকেজ নিলে খরচ পড়বে ৩৮ হাজার ৫৩৫ টাকা।