IRCTC | ফের অচল IRCTCর অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট! টিকিট কাটতে নাজেহাল অবস্থা রেল যাত্রীদের

Thursday, December 26 2024, 6:17 am
highlightKey Highlights

ব্যাহত ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট।


ফের ব্যাহত ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট। ভারতে পরিবহণের ক্ষেত্রে রোজ অসংখ্য মানুষ ভরসা করে থাকেন ট্রেনের ওপর। ফলে টিকিট কাটা, ট্রেনে যাতায়াতের আগে, একপ্রকার চোখ থাকে IRCTC প্ল্যাটফর্মের উপরেই। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে IRCTC এর অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট যে কাজ করছে না। টিকিট কাটতে গিয়ে নাজেহাল অবস্থা ট্রেন যাত্রীদের। আর সেই নাজেহাল অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় লিখে জানিয়েছেন অনেকেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File