ঈদের আগেই আত্মঘাতী জঙ্গি হামলার জেরে ইরাকে নিহত ৩০ জন
Tuesday, July 20 2021, 8:41 am
Key Highlightsইরাকে ভয়াবহ জঙ্গি হামলা। ঈদের আগেই এরূপ আত্মঘাতী হামলার জেরে নিহত কমপক্ষে ৩০ জন। জানা গিয়েছে, সোমবার রাতে বাগদাদের সদর সিটি এলাকার একটি জনবহুল বাজারের জঙ্গিরা আত্মঘাতী হামলা চালায়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে। সামনেই ঈদ তাই উৎসবের প্রস্তুতি নিচ্ছে ইরাক, আর তার আগেই ভয়াবহ হামলা আতঙ্ক তৈরি করল দেশে। এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা যাচ্ছে। গুরুতর আহত এর মধ্যে অনেকেই। ৩০ জন মৃতের মধ্যে রয়েছে আট মহিলা এবং সাত জন শিশু।