IPL Suspend | স্থগিত IPL! বিদেশী প্লেয়ার-সাপোর্ট স্টাফদের বাড়ি ফেরাতে তৎপর BCCI

প্লেয়ার ও IPL-এর সঙ্গে যুক্তদের নিরাপত্তার নিশ্চিত করতে এক সপ্তাহের জন্য IPL স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে BCCI। এই অনিশ্চয়তার আবহে প্লেয়ারদের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিল বোর্ড।
ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে IPL সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে BCCI। বর্তমানে ৭১ জন বিদেশি ক্রিকেটার ভারতে IPL খেলছেন। এই আবহে অস্ট্রেলিয়ার প্লেয়াররা দেশে ফেরার আর্জি জানাতেই তৎপর হয়েছে BCCI। BCCIএর পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে প্রত্যেক প্লেয়ার, সাপোর্ট স্টাফদের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্লেয়ারদের সাথে বিদেশী ধারাভাষ্যকর, ব্রডকাস্টার, কোচ, ফিজ়িও, অ্যানালিসিস্ট, ট্রেনারদেরও বাড়ি পাঠাবার বন্দোবস্ত করা হচ্ছে।