IPL | পেছোতে পারে IPL সূচী, কবে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ? জেনেও নিন সম্ভাব্য দিনক্ষণ

বোর্ডের তরফে জানানো হয়েছিল, ২১ মার্চ থেকে শুরু হবে চলতি বছরের আইপিএল। কিন্তু সূত্রের খবর, তেমনটা হয়তো হবে না।
আগামী মাসে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। দিনক্ষণ ঘোষণাও হয়ে গিয়েছিলো বোর্ডের তরফে। কিন্তু সূত্রের খবর বদলাতে চলেছে আইপিএল এর তারিখ। বোর্ড জানিয়েছিল, আইপিএল শুরু হবে ২১ মার্চ। ফাইনাল হবে ২৫ মে। তবে টুর্নামেন্টের সম্প্রচারকারীরা চান মেগা টুর্নামেন্টের প্রথম ম্যাচটি শনিবার অর্থাৎ ২২মার্চ উইকেন্ড থেকে শুরু হোক। এ বিষয়ে একটি খসড়া সূচীও পাঠানো হয়েছে বোর্ডকে। এই খসড়াকে নজরে রেখে বদলাতে পারে সময়সূচি। আগামী কয়েকদিনের মধ্যেই বোর্ডের তরফে ফাইনাল তারিখ জানানো হবে।