IPL | আর বিনামূল্যে দেখা যাবে না IPL ম্যাচ! JioHotstarএ নিতে হবে সাবস্ক্রিপশন!

Monday, March 17 2025, 10:08 am
highlightKey Highlights

কিন্তু ২ বছর পরে সেই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ।


হাতে আর মাত্র ৫দিন, এরপরই শুরু হতে চলেছে ভারতের ক্রিকেট মহারণ IPL। প্রতি বছরের মতোই IPL এর জন্য উত্তেজিত ক্রিকেট প্রেমীরা। কিন্তু এরই মধ্যে দুঃসংবাদ! আর বিনামূল্যে দেখা যাবে না লাইভ স্ট্রিমিং! ২০২৩ সাল থেকে রিলায়েন্স জিওসিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে বিনামূল্যে IPLর ম্যাচ দেখতে পারতেন সমর্থকরা। ২০২৪ সালেও সেটাই চলছিল। কিন্তু ২ বছর পরে সেই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ। এই বছর JioHotstarএ দেখা যাবে IPLর ম্যাচ। তবে তাঁর জন্য নিতে হবে সাবস্ক্রিপশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File