খেলাধুলা

KKR Auction 2025 | মিনি নিলামেই বাজিমাত, গ্রিন থেকে মুস্তাফিজুর- যাকে চাইলো তাঁকেই পেলো KKR!

KKR Auction 2025 | মিনি নিলামেই বাজিমাত, গ্রিন থেকে মুস্তাফিজুর- যাকে চাইলো তাঁকেই পেলো KKR!
Key Highlights

মিনি নিলামে দলের ফাঁকফোঁকর বুজিয়ে আরও শক্তিশালী করার দুরূহ কাজটি করতে নেমেছিল নাইট ম্যানেজমেন্ট।

এবারের আইপিএলে রাসেলের বিকল্প হিসেবে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে পকেটস্থ করেছে কেকেআর। একনজরে কেকেআর স্কোয়াড: ক্যামেরন গ্রিন (২৫.২০ কোটি), মাথিশা পাথিরানা (১৮ কোটি), মুস্তাফিজুর রহমান (৯.২০ কোটি), তেজস্বী দাহিয়া (৩ কোটি), রাচিন রবীন্দ্র (২ কোটি), ফিন অ্যালেন (২ কোটি), টিম সেইফার্ট (১.৫ কোটি), আকাশ দীপ (১ কোটি), রাহুল ত্রিপাঠী (৭৫ লক্ষ), দক্ষ কামরা (৩০ লক্ষ), প্রশান্ত সোলাঙ্কি (৩০ লক্ষ), কার্তিক ত্যাগী (৩০ লক্ষ), সার্থক রঞ্জন (৩০ লক্ষ)। ঘরে ফিরেছেন পুরনো নাইট রাহুল ত্রিপাঠী সহ একাধিক।