ক্রিকেট

BCCI | মহিলাদের ODIএও নিষিদ্ধ হচ্ছে তামাক ও ক্রিপ্টোর বিজ্ঞাপন, আইপিএল মডেলেই হাঁটছে BCCI

BCCI | মহিলাদের ODIএও নিষিদ্ধ হচ্ছে তামাক ও ক্রিপ্টোর বিজ্ঞাপন, আইপিএল মডেলেই হাঁটছে BCCI
Key Highlights

মার্চের শুরুতে আইপিএলে সমস্ত ধরনের তামাক ও মদের বিজ্ঞাপন নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক। আইপিএলের সঙ্গে মহিলাদের বিশ্বকাপেও নিষিদ্ধ হতে চলেছে তামাক ও মদের বিজ্ঞাপন।

২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিলের মরশুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে কেকেআর এবং আরসিবি। মার্চের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি করে বলেছিল, আইপিএলে কোনো রকমের তামাক বা মদের বিজ্ঞাপন দেওয়া যাবে না। এবার মহিলাদের ওয়ানডে বিশ্বকাপেও একই পথে হাটতে চলেছে BCCI। এবছর অক্টোবরে ভারতে মহিলা ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করতে চলেছে বিসিসিআই। বিশ্বকাপের জন্যে গঠিত হবে নতুন প্যানেলও। সূত্রের খবর, ODIতেও তামাক ও ক্রিপ্টো স্পনসরশিপ নিষিদ্ধ করতে চলেছে ভারতীয় বোর্ড।