ক্রিকেটআইপিএল ২০২১: জৈব বলয়ের মধ্যে থেকেও কিভাবে সম্প্রচারকারী সংস্থায় করোনার হানা? উঠছে প্রশ্ন
আইপিএল শুরুর আগে বিভিন্ন ব্যবস্থা নেওয়া স্বত্বেও সম্প্রচারকারী সংস্থার ১৪ জন প্রতিনিধি করোনায় আক্রান্ত। এর আগে ওয়াংখেড়ের মাঠ কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তবে তাঁরা এখন 'কোভিড নেগেটিভ'। কিন্তু প্রশ্ন উঠছে যে জৈব বলয় ও অতিরিক্ত সতর্কতা স্বত্বেও কীভাবে প্রতিনিধিরা মারণ ভাইরাস-এর স্বীকার হলেন। এই ঘটনায় সম্প্রচারকারী সংস্থার কর্তাদের পাশাপাশি চিন্তায় বোর্ডও। এর পরিপ্রেক্ষিতে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, ‘‘মাঠকর্মী সহ অন্যান্যরা যখন করোনায় আক্রান্ত হচ্ছেন, খুব স্বাভাবিক ভাবেই সম্প্রচারকারী সংস্থার কর্মীরাও আক্রান্ত হবেন।"