কোহলি খারাপ নয়, কিন্তু রোহিতকে অধিনায়ক না করলে ক্ষতি হবে ভারতীয় ক্রিকেটের, বললেন গৌতম গম্ভীর !
Wednesday, November 11 2020, 1:18 pm
Key Highlightsগত ৫ বছর ধরে শুধু দেশের মাটিতে নয়, বিদেশেও ট্রফি জিতেছেন রোহিত শর্মা। পরপর পাঁচ বছর আইপিএল জয়ী "মুম্বাই ইন্ডিয়ান্স" দলের অধিনায়ক ছিলেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা "কেকেআর" দলের অধিনায়ক এই ঘটনায় বলেছেন, কোহলি একজন ভালো ক্রিকেটের ও অধিনায়ক। কিন্তু, অধিনায়ক সেই হয় যে তাঁর নিজের দলকেও জেতাতে পারে। রোহিতকে সাদা বলে অধিনায়ক করা না হলে তা ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় ক্ষতিকর হবে বলেও মন্ত্যব্য করেছেন।
- Related topics -
- ক্রিকেট
- রোহিত শর্মা
- বিরাট কোহলি
- অধিনায়ক
- ভারতীয়

