Thakurpukur | ঠাকুরপুকুর কাণ্ডে পরিচালকের বিরুদ্ধে রুজু অনিচ্ছাকৃত খুনের ধারা! টাকা দিয়ে মিটমাট করে নেওয়ার প্রস্তাব মৃতের পরিবারকে!

Tuesday, April 8 2025, 9:01 am
highlightKey Highlights

ভরা বাজারে পর পর গাড়িকে ধাক্কা দিয়ে এক পথচারীকে পিষে দেয় মত্ত পরিচালকের গাড়ি। ঠাকুরপুকুর কাণ্ডে উঠেছে সর্বমহলে নিন্দার ঝড়।


ভরা বাজারে পর পর গাড়িকে ধাক্কা দিয়ে এক পথচারীকে পিষে দেয় মত্ত পরিচালকের গাড়ি। ঠাকুরপুকুর কাণ্ডে উঠেছে সর্বমহলে নিন্দার ঝড়। ইতিমধ্যে পুলিশ হেফাজতে সিরিয়াল পরিচালক সিদ্ধান্ত দাস। তার বিরুদ্ধে রুজু হয়েছে অনিচ্ছাকৃত খুনের ধারা। কিন্তু এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই গাড়ি জোরে চালিয়ে পিষে দেওয়া হয়। এছাড়াও অভিযোগ, টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য পরিবারকে বলা হয় পুলিশের তরফে। এমনকি পরিচালকের গাড়িতে পাওয়া গিয়েছিল ৭টা মদের বোতল, গাঁজার কলকে। কিন্তু তা FIR কপিতে উল্লেখ নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File