Murshidabad । মুর্শিদাবাদে বন্ধ ইন্টারনেট পরিষেবা , হয়রানির শিকার হচ্ছেন রোগী থেকে পড়ুয়ারা
১৬ নভেম্বর রাত থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। এর জেরে গোটা মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।
১৬ নভেম্বর রাত থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। এর জেরে গোটা মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। রিপোর্ট অনুযায়ী, নেট পরিষেবা বন্ধ থাকবে আগামীকাল পর্যন্ত। নেটবন্দির জেরে সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। অসুবিধা হচ্ছে ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে কলেজের কাউন্সেলিংয়ে। নেট পরিষেবা বন্ধ থাকায় স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে অস্ত্রোপচার করা যাচ্ছে না হাসপাতালগুলিতে। ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচ্ছেন না রোগীরা। এদিকে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে বলে খবর।