Arijit Singh Martin Garrix | জিয়াগঞ্জের বাড়িতে মার্টিন গ্যারিক্স, অরিজিৎ-গ্যারিক্স যুগলবন্দিতে আসছে নতুন গান
Sunday, March 9 2025, 6:50 am

গত ফেব্রুয়ারি মাসেই অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে হাজির হয়েছিলেন এড শিরান। এবার অরিজিতের বাড়িতে আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন ডিজে মার্টিন গ্যারিক্স।
গত মাসেই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে এসেছিলেন তাঁর বন্ধু তারকা গায়ক এড শিরান। এবার অরিজিতের বাড়িতে এলেন বিখ্যাত ডিজে মার্টিন গ্যারিক্স। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে একথা নিজের ফ্যানদের জানিয়ে চমকে দিয়েছেন অরিজিৎ। সূত্রের খবর, কাজের সূত্রেই এবার জিয়াগঞ্জে এসেছেন মার্টিন গ্যারিক্স। আসলে অরিজিৎ ও গ্যারিক্স যৌথভাবে একটি দোভাষী গানের উপর কাজ করছেন। হিন্দি এবং ইংরেজি ভাষার মিশেলে তৈরি হচ্ছে গানটি। গানের নাম ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’।
- Related topics -
- বিনোদন
- অরিজিৎ সিং
- গায়ক
- সঙ্গীতশিল্পী