আন্তর্জাতিকইসরায়েল পারমাণবিক চুক্তিতে ইরানের ফেরার পথ আরো কঠিন করছে
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিশ্ব শক্তিগুলোর সঙ্গে তেহরানের পারমাণবিক আলোচনা শুরু হয়। এর মধ্য দিয়ে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পারমাণবিক চুক্তিটি আবারও আলোর মুখ দেখার সম্ভাবনা দেখা দিয়েছে। গত বছর রহস্যময় বিস্ফোরণের জেরে ইরানের ইস্পাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কার্যক্রম সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল। ইরানের বিজ্ঞানীরা পরে ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ঠিকঠাক করে কার্যক্রম আবারও চালুর ঘোষণা দেন। এ রহস্যময় বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান সরকার। ইরানের কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েলের হামলায় নাতাঞ্জ কেন্দ্রের বিদ্যুৎ–সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে।