ক্রাইম

বাংলাদেশে ২০জন তরুণ ছাত্রকে ফাঁসির রায় দিল ঢাকার একটি আদালত

বাংলাদেশে ২০জন তরুণ ছাত্রকে ফাঁসির রায় দিল ঢাকার একটি আদালত
Key Highlights

সহপাঠী এক তরুণকে খুনের অভিযোগে একসঙ্গে ২০ জন তরুণকে ফাঁসির আদেশ দিল ঢাকার একটি আদালত।

বাংলাদেশের সব চেয়ে নামী ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান জাতীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০ জন ছাত্রকে ফাঁসির আদেশ দিল ঢাকার একটি আদালত। এই ২০ জন তরুণের মধ্যে রয়েছে  শাসক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্র লীগের নেতা-কর্মী।

বছর দুয়েক আগের মর্মান্তিক ঘটনার নিস্পত্তি

অবশেষে মীমাংসা হল সহপাঠী এক তরুণকে খুনের মামলার। মূল অপরাধটি ঘটেছিল বছর দুয়েক আগে বাংলাদেশে।

আবরার ফাহাদ ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ছিল। ছাত্র রাজনীতির সাতে পাঁচে থাকত না তবে বিভিন্ন বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সে নিজের মতামত প্রকাশ করত।তেমনই কয়েকটি পোস্টে আওয়ামি লিগ সরকারের নীতির সমালোচনা করেন আবরার। ২০১৯-এর ৬ অক্টোবর রাতে তার সেই ফেসবুক পোস্টের জবাবদিহি করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্র লীগের এক নেতার ঘরে আবরারকে ডেকে পাঠানো হয়। সেখানে বেশ কিছু ছাত্র লাঠি, ব্যাট ও উইকেট নিয়ে বেদম মারতে থাকে আবরারকে। মারের চোটে আবরার প্রথমে জ্ঞান হারায় এবং অবশেষে মারা যায়।

কঠোরতম শাস্তির ঘোষণা করলো আদালত

এই ঘটনার তদন্ত করতে গিয়ে ছাত্র লীগের ২৫ জন নেতা-কর্মীকে চিহ্নিত করে পুলিশ। ছাত্র লীগ তখন তাদের বহিষ্কার করে দায় ঝেড়ে ফেলতে চেষ্টা করে। অন্যদিকে এই প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে সরকার। পুলিশ ২২ জন ছাত্রকে গ্রেফতার করতে পারলেও এখনও ফেরার বাকি তিনজন। 

 ২২ জনকে অপরাধীকেই আদালতে পেশ করে পুলিশ। বিচারক ২০ জন ছাত্রকে ফাঁসির রায় দিয়েছে। বাকি পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি।


Sheikh Hasina Verdict | 'ইউনুস সরকার আদালতকে ব্যবহার করেছে'! রায়দানের পর প্রথম প্রতিক্রিয়া হাসিনার!
LPG | আমেরিকা থেকে বিপুল পরিমাণে LPG আমদানি করবে ভারত! সস্তা হবে গ্যাসের দাম?
Bihar Cabinet | দশমবারের জন্যে মূখ্যমন্ত্রীর কুর্সিতে নীতিশ কুমার, BJP-র হাতে বিহারের মন্ত্রিসভা!
Lalu Prasad Yadav | ভেঙে টুকরো টুকরো হচ্ছে লালু-পরিবার, রোহিণীর পর বাড়ি ছাড়লেন আরও তিন কন্যা
Shubman Gill | ইডেনে আর খেলবেন না ক্যাপ্টেন 'গিল', আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর
Duyare Swasthya | এক গাড়িতেই মিলবে ডাক্তার, করা যাবে USG থেকে ব্লাড টেস্ট! শালবনিতে ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’র উদ্বোধন স্বাস্থ্য দপ্তরের
Breaking News | দিল্লির দুই CRPF স্কুল-সহ একাধিক জায়গায় বোমা হামলার হুমকি!