সংক্রমণ নিয়ন্ত্রণে না থাকায় লকডাউনের মেয়াদ বাড়ল অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্য ভিক্টোরিয়ায়
Saturday, June 5 2021, 8:26 am
Key Highlightsকরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ না করতে পারায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্য ভিক্টোরিয়ায়। স্থানীয় সময় বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভিক্টোরিয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছিল। এই লকডাউন কার্যকর থাকার কথা ছিল আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এবং নতুন সংক্রমণ বাড়ায় লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এ ছাড়াও হাজারের ও বেশি সংখ্যক মানুষ আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছে । ভিক্টোরিয়ায় কঠোর লকডাউন কার্যকর থাকলেও বিধিনিষেধ শিথিল করা হয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায়।
- Related topics -
- আন্তর্জাতিক
- অস্ট্রেলিয়া
- লকডাউন
- কোভিড ১৯
- করোনা নতুন স্ট্রেন

