FIFA Club World Cup | অপরাজিত ইন্টার মায়ামি! ফিফা ক্লাব বিশ্বকাপে প্রতিপক্ষ মেসির পুরনো দল পিএসজি!
Tuesday, June 24 2025, 8:50 am
 Key Highlights
Key Highlightsপালমেইরাস ২ গোলে এগিয়ে থেকেও অপরাজিত লিওনেল মেসির ইন্টার মায়ামি। তাঁদের সামনে ইউরোপ চ্যাম্পিয়ন তথা মেসির পুরনো দল পিএসজি
পালমেইরাস ২ গোলে এগিয়ে থেকেও অপরাজিত লিওনেল মেসির ইন্টার মায়ামি। তাঁদের সামনে ইউরোপ চ্যাম্পিয়ন তথা মেসির পুরনো দল পিএসজি। ফিফা ক্লাব বিশ্বকাপে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোয় উঠলেন লুইস সুয়ারেজরা। ম্যাচের ১৬ মিনিটে গোল করেন তাদেও আলেন্দে। ৬৫ মিনিটে দ্বিতীয় গোল করেন সুয়ারেজের। ৮০ মিনিটে গোল করেন পউলিনহো। ৮৭ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান মরিসিও। ম্যাচ শেষ হয় ২:২ গোলে। গ্রুপ এ’তে তিন ম্যাচের পর দু’দলেরই পয়েন্ট ৫। কিন্তু গোল পার্থক্যে শীর্ষে শেষ করে পালমেইরাস।
-  Related topics - 
- খেলাধুলা
- ফুটবল
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- লিওনেল মেসি

 
 