Andhra Pradesh | পার্সেল খুলতেই চক্ষু চড়কগাছ! জিনিসের বদলে মিললো পচাগলা দেহ
Friday, December 20 2024, 1:27 pm
Key Highlights
ইতিমধ্যেই ওই মৃতদেহটি হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অনুমান করা হচ্ছে মৃতদেহটি ৪৫ বছর বয়সি এক পুরুষের।
পার্সেলের বাক্স থেকে মিললো জিনিসের বদলে পচাগলা দেহ! অন্ধ্রপ্রদেশের দক্ষিণ গোদাবরী এলাকার উন্দি মণ্ডলের ইয়েন্দাগন্দি গ্রামের বাসিন্দা নাগা তুলসি সাহায্য চেয়ে স্থানীয় ক্ষত্রিয় সেবা সমিতির দ্বারস্থ হয়েছিলেন। তাকে জিনিস দিয়ে সাহায্যের কথা জানায় সমিতি। নাগা তুলসিকে জানানো হয়, শীঘ্রই পার্সেলে ফ্যান, পাখা, আলো, সুইচবোর্ডের সামগ্রী পাঠানো হবে বাড়িতে। কিন্তু সেই পার্সেলে এলো মৃতদেহ। ইতিমধ্যেই ওই মৃতদেহটি হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অনুমান করা হচ্ছে মৃতদেহটি ৪৫ বছর বয়সি এক পুরুষের।
- Related topics -
- দেশ
- ভারত
- অন্ধ্রপ্রদেশ
- মৃতদেহ
- মৃতদেহ উদ্ধার
- ক্রাইম