Pakistani in Delhi | খোদ রাজধানী দিল্লিতেই রয়েছে হাজার হাজার পাকিস্তানি! বলছে IBর রিপোর্ট

Sunday, April 27 2025, 2:09 pm
highlightKey Highlights

দিল্লি পুলিশের হাতে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)র তরফে তুলে দেওয়া তথ্য বলছে, খোদ রাজধানী দিল্লিতেই নাকি রয়েছেন প্রায় ৫০০০ পাকিস্তানি! তালিকায় রয়েছে পাকিস্তানের একটি হিন্দু পরিবারও।


পহেলগাওঁ হামলার পরই ভারতে থাকা পাক নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। তাদের নিজের স্বভূমিতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে দিল্লি পুলিশের হাতে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)র তরফে তুলে দেওয়া তথ্য বলছে, খোদ রাজধানী দিল্লিতেই নাকি রয়েছেন প্রায় ৫০০০ পাকিস্তানি! তালিকায় রয়েছে পাকিস্তানের একটি হিন্দু পরিবারও। আইবি সূত্রে খবর, দিল্লির মধ্য ও উত্তরপূর্ব জেলাগুলিতে সবথেকে বেশি পাকিস্তানি রয়েছেন। তারা যাতে নিজের দেশে ফিরে যান তা নিশ্চিত করার জন্যে তালিকা ধরে ধরে নজরদারি চালাচ্ছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File