সাহসিকতার পুরস্কারে প্রজাতন্ত্র দিবসের দিন ভূষিত হবেন গালওয়ানে নিহত সেনারা
Wednesday, January 13 2021, 7:54 am
Key Highlights
গোলা-গুলির ব্যবহার থেকে বিরত থাকার নিয়মের ফাঁক গলে চিনের লাল ফৌজ কাঁটা-পেরেক লাগানো লাঠি নিয়ে রাতের অন্ধকারে আক্রমণ শানিয়েছিল ভারতীয় সেনাদের উপর। ক্রমাগত পাথর, ইঁট ছোড়া হয়েছিল চিন সেনাদের তরফে। গালওয়ান প্রদেশে দেশের সীমান্তরক্ষার দায়িত্বপালনের সময় প্রাণ হারানো বীর সেনাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত। প্রজাতন্ত্র দিবসে নিহত সেনাদের পরিবারের হাতে সাহসিকতার পুরস্কার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্রের মতো সাহসিকতার পুরস্কারে নিহত সেনাদের ভূষিত করা হবে।গত বছরের জুন মাসে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারতের ভূখণ্ডে ঢোকার চেষ্টায় থাকা চিনা সেনাদের আটকাতে ভয়ানক রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হয়েছিলেন।
- Related topics -
- প্রতিরক্ষা
- চীন
- ভারত
- ভারতীয় সেনা
- প্রজাতন্ত্র দিবস