আন্তর্জাতিকমাঝআকাশেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ইন্ডিগো-যাত্রীর, তড়িঘড়ি অবতরণ করাচিতে
শারজা থেকে যাওয়ার কথা ছিল লখনউ। তবে করাচির উপর দিয়ে যাওয়ার সময় মাঝআকাশেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ইন্ডিগো-র এক বৃদ্ধ যাত্রীর। মঙ্গলবার ভোরে ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করাচি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। তবে চিকিৎসকেরা জানান, বিমানেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। ইন্ডিগো-র ওই যাত্রীর নাম হাবিবুর রেহমান (৬৭)। সংযুক্ত আরব আমিরশাহির শারজা থেকে উত্তরপ্রদেশের লখনউ যাওয়ার জন্য ইন্ডিগো-র ৬ই১৪১২ উড়ানে উঠেছিলেন তিনি। ভোর ৪টে নাগাদ বিমানটি করাচির আকাশে থাকাকালীন তিনি অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি অবতরণের জন্য ওই বিমানের চালক যোগাযোগ করেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে। ভোর সাড়ে ৫টা নাগাদ তা অবতরণ করে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে।