Sikkim Flight | সিকিমের সঙ্গে দেশের বিভিন্ন অংশে বিমান যোগাযোগ সম্প্রসারণে ইচ্ছুক IndiGo
Monday, September 2 2024, 11:25 am
Key Highlightsইন্ডিগো পাকিয়ং বিমানবন্দর থেকে পুজোর আগে বিভিন্ন শহরে উড়ান চালানোর পরিকল্পনা করছে।
সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে এবার দেশের একাধিক বিমানবন্দর পর্যন্ত উড়ান চালাতে ইচ্ছুক ইন্ডিগো বিমান সংস্থা। অক্টোবর থেকে পর্যটন মরশুম শুরু হচ্ছে। তার আগেই এই উদ্যোগ নেওয়া হতে পারে বলে খবর। পাকিয়ং থেকে দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই থেকে কলকাতা হয়ে বারাণসী বিমান চালানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে নেপাল থেকে পাকিয়ং পর্যন্ত বিমান চালানোর ব্যাপারে কথাবার্তা চলছে। এক্ষেত্রে নেপাল ভিত্তিক একটি সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে।
- Related topics -
- সিকিম
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- ইন্ডিগো
- ভ্রমণ
- অন্যান্য

