IndiGo Flight Chaos | অচলাবস্থা কাটেনি, যাত্রীদের টিকিটবাবদ ৬১০ কোটি টাকা রিফান্ড করলো ইন্ডিগো

বাতিল বিমানের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী, ৬১০ কোটি টাকা রিফান্ড করল ইন্ডিগো।
গত ছয় দিন ধরে গোটা দেশ জুড়ে ইন্ডিগোর পরিষেবা বেসামাল। কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছিল, রবিবার রাত ৮ টার মধ্যে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হবে। সূত্রের খবর, রবিবার বিকেল ৬টা অবধি টিকিটের ৬১০ কোটি টাকা রিফান্ড করেছে ইন্ডিগো। বাকি টাকা ফেরত দেওয়ার কাজ চলছে। একই সঙ্গে ৩০০০এরও বেশি লাগেজ যথাস্থানে পৌঁছে দিয়েছে তারা। উল্লেখ্য, ইতিমধ্যেই ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের তরফে ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে শোকজ করা হয়েছে। আজ আরও ৬৫০টি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো।
- Related topics -
- দেশ
- ইন্ডিয়া গো বিমান
- ইন্ডিগো
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
