Kolkata to London Flight | মাত্র ২২ হাজারেই লন্ডন! কলকাতা-লন্ডন উড়ান পরিষেবার চালুর সিদ্ধান্ত ইন্ডিগোর
Thursday, October 16 2025, 3:26 am

কলকাতা থেকে লন্ডন এবং লন্ডন থেকে কলকাতা – দু’দিকে পাওয়া যাবে পরিষেবা। ভাড়া মাত্র ২২ হাজার টাকা।
চলতি বছরের মার্চে লন্ডন সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কলকাতা-লন্ডন ফ্লাইট চালুর দাবি তুলেছিলেন। লন্ডনের হাই কমিশনের পর বণিকসভাতেও একই আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছিলেন, "আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব। যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।” এরপরই ইন্ডিগো ঘোষণা করলো আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা তো লন্ডন বিমান পরিষেবা চালু হতে চলেছে। কলকাতা থেকে লন্ডন এবং লন্ডন থেকে কলকাতা পরিষেবা মিলবে সেদিন। ভাড়া মাত্র ২২ হাজার টাকা। উল্লেখ্য, মুম্বাই লেওভার নেবে বিমানগুলি।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- মুম্বাই
- লন্ডন
- বিমান
- ভারতীয় বিমান
- ইন্ডিয়া গো বিমান
- ইন্ডিগো
- বিমান পরিষেবা
- মমতা ব্যানার্জী