IndiGo Airlines | “আর কোনও ফ্লাইট বাতিল হবে না"- DGCA-কে প্রতিশ্রুতি ইন্ডিগোর!
Wednesday, January 21 2026, 3:42 am

Key Highlightsতাদের আর কোনও ফ্লাইট বাতিল হবে না বলেও ডিজিসিএ-কে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইন্ডিগো বিমানসংস্থার তরফে।
ডিসেম্বরের ৩ থেকে ৫ তারিখের মধ্যে কর্মীসঙ্কট এবং অন্যান্য সমস্যার জেরে প্রায় আড়াই হাজার ফ্লাইট বাতিল করেছিল ইন্ডিগো। ১৮৫০টির বেশি ফ্লাইট দেরিতে ওঠা নামা করায় ওই মরশুমে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। কেন এই সমস্যা হয় তা নিয়ে তদন্ত শুরু করে ডিজিসিএ। তদন্তে ওই বিমান সংস্থার একাধিক গাফিলতি পেয়েছিল DGCA। তাদের ২২ কোটি ২০ লক্ষ টাকা জরিমানা করে DGCA। এদিন ইন্ডিগো ডিজিসিএকে জানিয়েছে ১০ ফেব্রুয়ারির পরে কোনও ফ্লাইট বাতিল করার পরিকল্পনা তাদের নেই। প্রয়োজনীয় সংখ্যক পাইলট থাকার কথাও জানিয়েছেন আধিকারিকরা।
- Related topics -
- দেশ
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- বিমান
- বিমান চালক
- ইন্ডিগো
- ভারত


