দেশ

IndiGo Flights | ১ দিনে ২০০ উড়ান বাতিল! বিপাকে ইন্ডিগো, 'কর্মীর অভাব'- সাফাই কতৃপক্ষের

IndiGo Flights | ১ দিনে ২০০ উড়ান বাতিল! বিপাকে ইন্ডিগো, 'কর্মীর অভাব'- সাফাই কতৃপক্ষের
Key Highlights

বুধবার দেশের একাধিক বিমানবন্দর থেকে সব মিলিয়ে ২০০ উড়ান বাতিল করেছে ইন্ডিগো।

টানা দু’দিন ধরে ভয়াবহ অপারেশনাল সমস্যায় ভুগছে দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো। বুধবার সব মিলিয়ে ২০০ উড়ান বাতিল করেছে ইন্ডিগো। দুপুর পর্যন্ত দিল্লিতে ৩৮টি, আর মুম্বই ও বেঙ্গালুরু মিলিয়ে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল হওয়ার খবর মিলেছে। গতকাল মাত্র ৩৫% এবং ১ ডিসেম্বর ৪৯.৫% ফ্লাইট সময়মতো উড়েছে। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। ইন্ডিগো জানিয়েছে, “বেশ কিছু অপারেশনাল এবং প্রযুক্তিগত সমসয়ার জন্য আমাদের পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে। সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই সমস্যা মেটাতে বহুস্তরীয় বন্দোবস্ত করা হচ্ছে।”