INDW vs NEPW । ৮২ রানে নেপালকে কার্যত গুটিয়ে দিলো হরমনপ্রীতরা! এশিয়া কাপের সেমিতে প্রবেশ ভারতের মহিলা ক্রিকেট দলের
Wednesday, July 24 2024, 8:42 am

৮২ রানে নেপালকে হারিয়ে এশিয়া কাপের সেমিতে উঠল ভারতের মহিলা ক্রিকেট দল।
৮২ রানে নেপালকে হারিয়ে এশিয়া কাপের সেমিতে উঠল ভারতের মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কার রণগিরি দাম্বুল্লা আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। মোট ৩ উইকেটের পতনে নেপালের সামনে ১৭৮ রানের চ্যালেঞ্জ তোলে ভারত। তবে ব্যাট করতে নেমে কার্যত ছন্নছাড়া দেখায় নেপালকে। কোনওমতে অলআউট না হওয়ার লড়াই চালায় নেপাল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান তোলে তাঁরা। উল্লেখ্য, ভারতের জেতায় পাকিস্তানও সেমিতে প্রবেশ করল। অর্থাৎ, একই গ্রুপ থেকে সেমিতে গেল ভারত-পাকিস্তান।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- মহিলা ক্রিকেটার
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- এশিয়া কাপ
- নেপাল
- পাকিস্তান