Paris Olympics 2024 | অলিম্পিকের প্রথম ইভেন্টে নেমেই সাফল্য ভারতের মেয়েদের! অলিম্পিক্সের তিরন্দাজিতে কোয়ার্টারে উঠলো ভারতের মহিলা দল

Thursday, July 25 2024, 12:01 pm
Paris Olympics 2024 | অলিম্পিকের প্রথম ইভেন্টে নেমেই সাফল্য ভারতের মেয়েদের! অলিম্পিক্সের তিরন্দাজিতে কোয়ার্টারে উঠলো ভারতের মহিলা দল
highlightKey Highlights

প্যারিস অলিম্পিকের প্রথম দিনেই সাফল্য পেলো ভারত। আর্চারিতে দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, ভজন কৌররা যথেষ্ট ভালো পারফর্ম করলেন।


প্যারিস অলিম্পিকের প্রথম দিনেই সাফল্য পেলো ভারত। আর্চারিতে দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, ভজন কৌররা যথেষ্ট ভালো পারফর্ম করলেন। টিম ইভেন্টে ভারতীয় তিরন্দাজরা মোট ১,৯৮৩ পয়েন্টস সংগ্রহ করেছে। সেইসঙ্গে ভারত এই তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। প্রথম তিনটে স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (২,০৪৬), চিন এবং মেক্সিকো। প্রসঙ্গত, এই ইভেন্টে শীর্ষ চারটে দল সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ফলে ভারতের মহিলা আর্চারি দল চতুর্থ স্থান অর্জনের পাশাপাশি কোয়ার্টার ফাইনালেও নিজেদের আসন পাকা করে ফেলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File