অর্থনৈতিক

UPI | গতি বাড়বে ভারতের UPI পেমেন্টসের, আগস্ট থেকে চালু একগুচ্ছ নতুন নিয়ম!

UPI | গতি বাড়বে ভারতের UPI পেমেন্টসের, আগস্ট থেকে চালু একগুচ্ছ নতুন নিয়ম!
Key Highlights

আগে একটি UPI লেনদেন সম্পন্ন হতে যে সময় লাগত, তা ১৬ জুন সোমবার থেকেই আরও কম সময়ে হবে।

গতি বাড়বে ভারতের UPI পেমেন্টসের। অর্থাৎ আগে একটি UPI লেনদেন সম্পন্ন হতে যে সময় লাগত, তা ১৬ জুন সোমবার থেকেই আরও কম সময়ে হবে।পাশাপাশি অগস্ট মাস থেকেও একগুচ্ছ নতুন নিয়ম চালু হতে চলেছে ইউপিআই পেমেন্টসের ক্ষেত্রে। জানা গিয়েছে, অগস্ট থেকে কোনও UPI অ্যাপ ব্যবহার করে একদিনে সর্বোচ্চ ৫০ বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যাবে, একদিনে ২৫টি লিঙ্কড অ্যাকাউন্ট দেখতে পারবেন। পাশাপাশি অটোমেটিক পেমেন্টসের জন্য একবারই সুযোগ মিলবে। তা সফল নাহলে তিন বার চেষ্টা করা যাবে।